পাবনার আটঘরিয়া চাঁদভা ইউনিয়ন পরিষদের আয়োজনে”জিন্নাহ, হাসেম, আলম ও আন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রথম রাউন্ডের ৩য় ম্যাচে শাহজাদপুর মেয়র ফুটবল একাদশ ২ গোলে জয় লাভ করে দ্বিতীয় রাউন্ডে উঠার গৌরব নিশ্চিত করেছেন। উক্ত খেলাটি শাহজাদপুর মেয়র ফুটবল একাদশ বনাম আটঘরিয়ার সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।
সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘের সহযোগিতায় শনিবার (২৬ নভেম্বর) বিকালে সড়াবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত খেলায় প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা ছাত্র লীগের সভাপতি মিজানুর রহমান। সম্মানিত অতিথি ছিলেন জেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মীর রাবিবউল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্র লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান রিংকু, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসিব বিশ্বাস ফারাবী প্রমুখ।
সভাপতিত্ব করেন চাঁদভা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চাঁদভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইঞ্জিঃ সাইফুল ইসলাম কামাল।
খেলায় প্রধান রেফারির দায়িত্বে ছিলেন জেলা ক্রীড়া সংস্থার রেফারি আরিফুল ইসলাম আরিফ ও তার সহযোগী দুইজন। প্রতি খেলায় বিদেশি খেলোয়াড় বাধ্যতামুলক থাকতে হবে বলে আয়োজক কমিটি সুত্রে জানা গেছে। খেলায় চাঁদভা ইউনিয়ন পরিষদের সকল সদস্যবৃন্দ সহ প্রচুর দর্শকের সমাগম হয়েছিল। উক্ত খেলায় শাহজাদপুর মেয়র ফুটবল একাদশ২-০ গোলে সড়াবাড়িয়া শহীদ আবুল কাসেম প্রগতি সংঘকে পরাজিত করেন ।