নাটোরের বাগাতিপাড়ায় ২০২২-২৩ অর্থবছরে প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে আবাধ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৭’শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গম, সরিষা, মসুর ডাল, খেসারি ডাল, শীতকালিন পেঁয়াজ, মুগডাল, ভুট্টা, সূর্যমুখী সহ বিভিন্ন ফসলের বীজ ও রাসায়নিক সার বিনামূল্যে বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও ইউএনও (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এসময় উপজেলা কৃষি কর্মকর্তা (ভারঃ) ফিরোজ আহমেদ’র স্বাগত বক্তব্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু ও সহ-সভাপতি আব্দুল ওয়াহাব প্রমুখ।
সোমবার , ২৯শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১৪ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৯ই রজব, ১৪৪৭ হিজরি
বাগাতিপাড়ায় কৃষি প্রণোদনা বিতরণ
প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ নভেম্বর, ২০২২