এন্টিবায়োটিক ব্যবহারে সচেতন হই, সকলে মিলে এন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধ করি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পাবনার আটঘরিয়ায় বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজীব আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রোমানা আক্তার।
এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোঃ আবদুল্লাহ-আল-আজিজ। সভায় বক্তারা এন্টিবায়োটিক ব্যবহারে সকলকে সচেতন হওয়ার আহবান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএম ডাঃ মোঃ কাউসার হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন পরিসংখান বিদ মোঃ মজিবর রহমান।