পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ৯ নেতার নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাত বিএনপির অঙ্গ-সংগঠনের ৬০/৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (২২নভেম্বর) রাত আটটা ৫০ মিনিটির দিকে ভাঙ্গুড়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার স্মৃতিসৌধের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৪ টি তাঁজা ককটেল উদ্ধার করে থানা পুলিশ। পরে রাত ১২ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জাব্বার বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।
ভাঙ্গুড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল বলেন, আমাদের ভাঙ্গুড়া একটি শান্তি প্রিয় উপজেলা এখানে বিএনপি-জামায়াতের একটি চক্র ত্রাস সৃষ্টি করার জন্য এ বিস্ফোরণ ঘটিয়েছে। তারা দেশে বিশৃক্সখল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির এ ধরনের অপতৎপরতার উচিত জবাব দেবে।
তবে ভাঙ্গুড়া পৌর বিএনপির আহব্বায়ক মো: রফিকুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেরাই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আগামীতে যাতে বিএনপি কোন প্রকার কর্ম সূচিতে অংশগ্রহন করতে না পারে সে উদ্দেশ্যে আওয়ামী লীগ এই মিথ্যা মামলা সাজিয়েছে।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুল ইসলাম বলেন, বিস্ফোরণের শব্দ শুনে আমরা ঘটনা স্থলে গিয়ে ৪ টি ককটেল উদ্ধার করেছি। এসময় আরো ৪/৫ টা ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
CBALO/ আপন ইসলাম