মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

ভাঙ্গুড়ায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৯ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৩ নভেম্বর, ২০২২

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ৯ নেতার নাম উল্লেখ্য করে আরো অজ্ঞাত বিএনপির অঙ্গ-সংগঠনের ৬০/৭০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (২২নভেম্বর) রাত আটটা ৫০ মিনিটির দিকে ভাঙ্গুড়া উপজেলা সদরের বাসস্ট্যান্ড এলাকার স্মৃতিসৌধের সামনে এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ৪ টি তাঁজা ককটেল উদ্ধার করে থানা পুলিশ। পরে রাত ১২ টার দিকে উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল জাব্বার বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।

ভাঙ্গুড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাইন রাসেল বলেন, আমাদের ভাঙ্গুড়া একটি শান্তি প্রিয় উপজেলা এখানে বিএনপি-জামায়াতের একটি চক্র ত্রাস সৃষ্টি করার জন্য এ বিস্ফোরণ ঘটিয়েছে। তারা দেশে বিশৃক্সখল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির এ ধরনের অপতৎপরতার উচিত জবাব দেবে।

তবে ভাঙ্গুড়া পৌর বিএনপির আহব্বায়ক মো: রফিকুল ইসলাম দাবি করেন, আওয়ামী লীগের নেতা কর্মীরা নিজেরাই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। আগামীতে যাতে বিএনপি কোন প্রকার কর্ম সূচিতে অংশগ্রহন করতে না পারে সে উদ্দেশ্যে আওয়ামী লীগ এই মিথ্যা মামলা সাজিয়েছে।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রাশেদুল ইসলাম বলেন, বিস্ফোরণের শব্দ শুনে আমরা ঘটনা স্থলে গিয়ে ৪ টি ককটেল উদ্ধার করেছি। এসময় আরো ৪/৫ টা ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। মামলার এজাহারভুক্ত আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

CBALO/ আপন ইসলাম

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।