নাটোরের নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম এর ব্যক্তিগত উদ্যোগে ছিন্নমূল ও অসহায় দরিদ্র শীতার্তদের মাঝে শীত বস্ত্র(কম্বল) বিতরণ করা হয়।
নলডাঙ্গা বাজারের বিভিন্ন স্থানে ও রেলওয় স্টেশনে রাতে ঘুমানো ছিন্নমূল, অসহায় দরিদ্র শীতার্ত ১০ জন মানুষের মাঝে ওসি আবুল কালাম নিজ হাতে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন এ এস আই আনোয়ার হোসেন সহ পুলিশ সদস্যগণ।
ছিন্নমূল ও অসহায় দরিদ্র শীতার্ত ব্যক্তিরা শীত বস্ত্র পেয়ে চরম আনন্দিত।
এছাড়াও, ওসির এমন সুন্দর উদ্যোগ দেখে এলাকাবাসী আনন্দিত এবং তার এমন কাজে এলাকাবাসী তাকে সাদুবাদ জানান।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম বলেন, শীতবস্ত্র ও গরম কাপড়ের অভাবে যে অবর্ণনীয় দুঃখ-কষ্টের মধ্য দিয়ে শীতার্ত ব্যক্তিদের দিন কাটছে—এ অবস্থার শিগগিরই অবসান ঘটাতে হবে। শীতের প্রভাবে ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। যারা শীতজনিত রোগব্যাধিতে ভুগছে, তাদের জন্য জরুরি ভিত্তিতে ওষুধপথ্য ও সুচিকিৎসার বন্দোবস্ত করা একান্ত প্রয়োজন। যাদের মাথা গোঁজার ঠাঁই নেই, তাদের দুরবস্থা যে সর্বাধিক, সে কথা বলাই বাহুল্য। বিত্তবান মানুষ শীতবস্ত্র ব্যবহার করে পরিত্রাণ পেলেও দরিদ্র লোকেরা শীতবস্ত্রের অভাবে সীমাহীন কষ্টে দিনাতিপাত করছে। হাড়কাঁপানো শীতে যে বিপুল জনগোষ্ঠী বর্ণনাতীত দুঃখ-কষ্টে-অনাহারে ও অর্ধাহারে দিন যাপন করছে, তাদের পাশে দাঁড়ানো সকল মানুষের নৈতিক দায়িত্ব।
এছাড়াও এই শীতে শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণের জন্য বিত্তবানদের আহবান জানান।