যশোরের অভয়নগরে এক বখাটে কর্তৃক মিথ্যা অভিযোগ দায়ের করে মানুষদের হয়রানি করার অভিযোগ উঠেছে। বখাটে আব্দুল্লাহ আল মামুন(৩৩) উপজেলার কাপাশহাটি গ্রামের মৃত সিরাজ মোল্যা ওরফে রাঙা মিয়ার পুত্রের বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাপাশহাটি গ্রামের কাজী ফরহাদ হোসেন (৭০) আব্দল্লাহ’র বসত ভিটা বিভিন্ন ভাবে দখল করার চেষ্টা করছেন, তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছেন এবং থানা পুলিশ কাউকে মানেন না। তিনি আরও উল্লেখ করেছেন বিবাদী তার সীমানার ভিতর দিয়ে পাঁচিল দেওয়ার চেষ্টা করছেন এবং তার বসত ভিটায় খাঁজনা পরিশোধ করে ৪০ বৎসর ধরে বসবাস করছেন।
সরেজমিনে দেখা যায়, বাদির সীমানার বাইরে বিবাদী মাটি ফেলে উঁচু করে কেঁচো সারের ঘর নির্মাণ করছেন। বিবাদী এলাকার একজন সন্মানীয় সত্তোরোর্ধ হ্নদরোগে আক্রান্ত ব্যক্তি। অপরদিকে বাদী একই গ্রামের সালেহা খাতুনের সম্পত্তিতে আশ্রিত হিসাবে বসবাস করেন এবং একজন দক্ষ গ্রীল মিস্ত্রি হিসাবে এলাকা ও এলাকার বাইরে গ্রীল কেটে চুরি করার কাজে সহযোগিতা করেন। এছাড়া বাদী একজন মামলাবাজ ব্যক্তি এবং এলাকার বেশিরভাগ ব্যক্তির নামে মামলা করেছেন।
আব্দুলাহ’র কাছে জমির মালিকানা সংক্রান্ত কাগজপত্র দেখতে চাইলে নানান রকম টালবাহানা করেন এবং কোন কিছু দেখাতে পারেননি।
কাজী ফরহাদ হোসেনের কাছে জানতে চাইলে তিনি সালেহা খাতুনের নিকট থেকে ক্রয় করা জমির দলিল দেখান এবং বলেন আমি আমার সীমানার ভেতর পলিথিন চালের কেঁচো ঘর নির্মাণ করছি। ইতিপূর্বে আব্দুল্লাহ আমিসহ একসাথে ৫৮ জন এলাকাবাসির নামে হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করেছে। আমি নই সেইই আমাকে বিভিন্নভাবে দেখে নেওয়ার হুমকি দিয়েছে।
জমির মালিক সালেহা খাতুন বলেন, বখাটে আব্দুল্লাহ আমার জমিতে আশ্রিত, তাকে জায়গা ছেড়ে দিতে বললে আমার নামে মামলা দায়েরসহ বিভিন্নভাবে হয়রানি করছে।
এ বিষয়ে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ একেএম শামীম হাসান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।