পাবনার রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটিতে চাকরির প্রলোভন দেখিয়ে রায়হান কবির হিরক নামে এক ব্যক্তি ৪১ জনের প্রায় ১৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। শনিবার সকালে ঈশ্বরদী প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন প্রতারণার শিকার ভুক্তভোগীরা। অভিযুক্ত হিরক ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের বক্তারপুর গ্রামের রবি বিশ্বাস ও জাতীয় পদকপ্রাপ্ত কৃষক নুরন্নাহার দম্পত্তির ছেলে। সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা অভিযোগ করেন, রুপপুর প্রকল্পের আবাসিক এলাকা গ্রিনসিটিতে চাকরী দেওয়ার কথা বলে পর্যায়ক্রমে ৪১ জনের কাছ থেকে টাকা নেয় অভিযুক্ত ব্যক্তি। ৮ মাস পেরিয়ে গেলেও চাকরি না পাওয়ায় হিরকের কাছে টাকা ফেরত চাইতে গেলে বিভিন্ন সময়ে নানা ধরনের ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে হীরকের মা জাতীয় পদপ্রাপ্ত কৃষক নুরুন্নাহার। ভুক্তভোগীদের দাবি, হীরক তার মায়ের ইন্ধনে প্রতারণার ফাঁদ পেতে নিরীহ মানুষকে চাকরির লোভ দেখিয়ে ল¶ ল¶ টাকা হাতিয়ে নিয়েছে।

মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি
পাবনার রুপপুর প্রকল্পের আবাসিক এলাকায় চাকরীর প্রলোভনে ১৭ লক্ষা ধিক টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ নভেম্বর, ২০২২