জীবন চলার পথে প্রত্যেকের জীবনে বন্ধু নামের বিশ্বাসী ও মজবুত একটি সম্পর্কের সৃষ্টি হয়ে যায়। যে সম্পর্ক কখনো লাভ অথবা ক্ষতির ভাবনায় গড়ে ওঠে না। কিছু মুহূর্ত আমাদের সামনে হাজির হয়ে যায়, যেখানে বন্ধুর গুরুত্ব অপরিসীম। যার কাছে মনের সব লুকানো কথা আস্থা ও বিশ্বাসের সঙ্গে খুলে বলা যায়। সহযোগিতার হাত বাড়িয়ে টেনে তোলা হয় বিপৎসীমা থেকে নিরাপদ স্থানে। ভুল সিদ্ধান্তের অন্ধকার হতে ফিরিয়ে আলোকিত পথের সন্ধান দেখায়। সেই বিশ্বাসী সম্পর্কের সঙ্গে জড়িত ব্যক্তিকে বন্ধুত্বের আসনে বসিয়ে তাকে বন্ধু বলা যায়। বন্ধু হতে পারে এক থেকে একাধিক। আত্মার সঙ্গে আত্মার শক্তিশালী বন্ধন হলো বন্ধু।
বন্ধু হতে পারে যে কেউ। বন্ধুত্বের কোনো বয়স নেই। পারিপার্শ্বিক অবস্থা, সততা, সহমর্মিতা, সহযোগিতা, সমবেদনা, মনের অনুভূতি প্রকাশ, ভয়কে জয় করায় নির্ভরশীল সঙ্গী হলো বন্ধু। কখনো কখনো পাড়াপড়শি, আত্মীয়স্বজন, অপরিচিত কেউ সামনে এসে দাঁড়ায় বন্ধুর ভূমিকায়। যৌথ উদ্যোগে হাত বাড়ায় শক্ত একটি ভিত্তি গড়ার আশায়। বন্ধুত্বের স্থায়িত্ব নির্ভরশীল সৎ ও মননশীল চিন্তার ওপর। যার বন্ধু আছে সে কখনো গরিব নয়। কথাটির বিপরীতে যুক্তি দাঁড় করানো বিন্দু সুযোগ নেয়।
জীবন চলার পথে দুই প্রকার বন্ধু সামনে এসে দাঁড়ায়। সৎ বন্ধু ও অসৎ বন্ধু। সাদা মনের সৎ বন্ধু কখনো নিজ স্বার্থের ঝুলির দিকে তাকায় না। অসৎ ও বিকৃত মনের বন্ধু বুকে বুক মেলায় ঠিকই। কিন্তু তার এক হাত পিঠের ওপর রাখলে অন্য হাতে থাকে সুবিধাভোগী অস্ত্র। তার বিশ্বাসঘাতক বন্ধুত্বের অস্ত্র যেকোনো ভালো মনের চিন্তার দীর্ঘ পথ সীমিত করে থামিয়ে দেয়।
অনেক সময় পরস্পরের প্রতি ভুল–বোঝাবুঝিতে অটুট বন্ধুত্বে ফাটল ধরার দুঃসময় সামনে এসে দাঁড়ায়। সেই মুহূর্তে সমসাময়িক খোলামেলা আলোচনা সাপেক্ষে বন্ধুত্বের সুন্দর সম্পর্কে টিকিয়ে রাখা সম্ভব হয়। সুখে-দুঃখে সহানুভূতির হাত বাড়িয়ে পাশে থাকুক বিশ্বস্ত হয়ে বন্ধুত্বের হাত। অনন্তকাল ভালোবাসার বন্ধনে মজবুত হয়ে থাকুক আমাদের বন্ধুত্বের বন্ধন।
গতকাল সারাদিন ব্যাপী পাবনার আটঘরিয়া উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ মমতাজ মহল।
পাবনা ০২০৪ ব্যাচের আয়োজনে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ জান্নাতুল ফেরদৌস বৈশাখী, সরকারি শহীদ বুলবুল কলেজের সহকারী অধ্যাপক মোঃ মাসুদুর রহমান, প্রভাষক মোঃ সুলতান মিয়া, পারফেক্ট ডেন্টাল কেয়ারের সত্ত্বাধিকারী ডাঃ শাতিলা হাসান তৃণা। মোঃ মুরাদ হোসেন, মিলন হোসেন, ইমন হোসেন ও বকুল হোসেনের সার্বিক তত্ত্বাবধানে প্রীতি ক্রিকেট ম্যাচসহ দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে আনন্দে মুখোরীত হয়ে উঠে উপজেলা পরিষদ মাঠ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মনির, লালন, ফিরোজ, স্বাধীন, রুবেল, শরীফ, সাগর, সাইফুল,, আকাশ, মিজান, চঞ্চল, নাসরিন, শিতল, তামিম, সাইফুল, সাব্বির, রকি সুমন, নওশিন, তৃশা, বৈশাখী, তৃণা, সিদ্দিক, পাপ্পু, ফারহান। খেলা পরিচালনা করেন শহিদুল ইসলাম, রেজাউল করিম, জাহিদুল ইসলাম।