সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

শাহজাদপুরে  ট্যাংকলরীতে পুলিশের পোশাক পড়ে ডাকাতি, ৪৩ লাখ ৫০ হাজার টাকা লুট

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ নভেম্বর, ২০২২
সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দরে অবস্থিত উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন সহ ৪ টি প্রতিষ্ঠানে পুলিশের পোশাক পড়ে দূর্ধর্ষ ডাকাতি । সাড়ে তেতাল্লিশ টাকা লুট ।সিরাজগঞ্জ পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন । এলাকায় আতংক । জানা গেছে, গত শুক্রবার গভীর রাতে স্প্রীট বোর্ট যোগে একদল ডাকাতদল বাঘাবাড়ি নৌ-বন্দরে আসে এসময় উত্তরবঙ্গ ট্যাংকলরী কার্যালয়ে ঢুকে প্রথমে নাইটগার্ড মোতালেব ও মহরচাদ কে বেধে একটি ঘরের মধ্যে আটকে রাখে । পরে সিসি ক্যামেরা ভেঙ্গে ফেলে । এ সময় ডাকাতিরা উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, পরিবহন শ্রমিক সমিতি, নয়নের আলো শ্রমিক সমিতি,ও মটর পরিবহন শ্রমিক সমিতি  থেকে নগদ ৪৩ লাখ ৫০ হাজার টাকা নিয়ে যায় । উত্তরবঙ্গ ট্যাংকলরী শ্রমিক  ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ সাংবাদিকদের জানান, শুক্রবার বন্ধের দিন থাকায় ডাকাতরা স্প্রীড বোর্ট  নিয়ে এবং পুলিশের পোশাক পড়ে দেশীয় অস্ত্রে সজ্জে সজ্জিত হয়ে ডাকাতি করে পালিয়ে যায়  । এদিন সকালে সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম,ঘটনাস্থল পরিদর্শন করেন । থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাস মৃধা জানান, ব্যাপার একটি মামলা হয়েছে ঘটনা উদঘাটনের জন্য আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।