বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি ভাঙ্গুড়া শাখা’র বার্ষিক সম্মেলন হয়েছে। মঙ্গলবার উপজেলা বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম হোসেন গোলাপ, ভাঙ্গুড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব বাকি বিল্লাহ, ওসি রাশিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা. হালিমা খানম, জেলা পরিষদ সদস্য আসলাম আলী, আফিয়া সুলতানা আখি, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, আজিদা পারভীন পাখি, পাবনা ড্রাগ সুপার সুর্কন আহম্মেদ, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি পাবনা জেলা শাখা’র সি: সহ-সভাপতি সাইদুর রশিদ খান পিন্টু প্রমূখ। বিকেলে অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সভায় বক্তারা জনগনের সেবার মান নিশ্চিত করার আহবান জানিয়ে সমিতির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।সম্মেলনে আব্দুল আজিজকে সভাপতি ও আব্দুল হামিদকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি
ভাঙ্গুড়ায় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির বার্ষিক সম্মেলন
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২