বরিশালের আগৈলঝাড়ায় থানা পুলিশের সহায়তায় ফ্রিজে রাখা নষ্ট গরুর মাংসে তাজা রক্ত মিশিয়ে বিক্রির অপরাধে এক বসাইকে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত ।
ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাখাওয়াত হোসেন জানান, ফ্রিজে রাখা নষ্ট ও বাসী গরুর মাংসে সদ্য জবাই করা গরুর রক্ত মিশিয়ে মঙ্গলবার সকালে আগৈলঝাড়া উপজেলা সদর বাজারে বিক্রির খবর পান তিনি। খবর পেয়ে অভিযান চাীরয়ে গৌরনদী উপজেলার লাখেরাজ কসবা গ্রামের মজিবর সরদারের ছেলে কসাই বাদল সরদারকে আটক করা হয়। পরে আদালতের বিচারক মাংস বিক্রেতা বাদল সরদারকে এক মাসের বিনাশ্রম করাদন্ডের রায় প্রদান করেন।
মঙ্গলবার সকালে দন্ডপ্রাপ্ত বাদল দসরদারকে বরিশাল কারাগারে প্রেরন করা হয়েছে।
রবিবার , ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৯শে রজব, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় তাজা রক্ত মিশিয়ে পচা মাংস বিক্রির অপরাধে কসাইকে একমাসের কারাদন্ড
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২