নাটোরের বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের অভিযোগে আলমগীর হাজাম (৩৫) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে গ্রেফতার করা হয়। আলমগীর মাড়িয়া হাজামপাড়া এলাকার মকছেদ হাজামের ছেলে। জানা গেছে, ১২ নভেম্বর আলমগীরের বাড়িতে খেলতে গেলে শিশুটিকে ধর্ষণ করে সে। এ সময় শিশুটি চিৎকার করলে তাকে ভয়-ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়। পরে পরিবারের লোকজন জানতে পেরে থানায় মামলা করেন। বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, আলমগীর হাজামকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বাগাতিপাড়ায় শিশু ধর্ষণের দায়ে ভ্যানচালক গ্রেফতার
প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৫ নভেম্বর, ২০২২