পাবনার ভাঙ্গুড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষে র্যলী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবারব (১৪ নভেম্বর) উপজেলা প্রশাসনের আয়েজনে বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নাহিদ হাসান খান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, ভাঙ্গুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহ্বাজ মো. বাকি বিল্লাহ, ভাঙ্গুড়া পৌর মেয়র ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক গোলাম হাসনাই রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা: বিপাশা হোসাইন, উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভীন পাখি ও উপজেলার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন।