নারী যোদ্ধা মুক্তিকামী
বাড়ি কুড়িগ্রামে,
ডানপিটে খুব ছিলেন সেথায়
তারামন বিবি নামে।
মনে প্রাণে নিলো মেনে
যুদ্ধে সেতো যাবে,
চৌদ্দ বছর বয়সে সে
দেশের কথা ভাবে।
অস্ত্র ধরে যুদ্ধ করে
শত্রু সদা কাঁপে,
লড়াই শেষে বিজয় আনে
যুদ্ধের ধাপে ধাপে।
শত্রুর বুকে কাঁপন ধরিয়ে
দিয়ে ছিলো সেদিন,
কোনো দিনও শোধ হবেনা
অশেষ তাঁহার ঝণ।
যতদিন চলবে শ্বাস-প্রশ্বাস
এই দেহটির মাঝে,
ততদিন মনে রাখব তাঁকে
আমরা সকল কাজে।