বরিশালের আগৈলঝাড়ায় প্রকাশ্য দিবালোকে এক গৃহবধুর গলার চেইন ছিনতাইয়ের সময় স্থানীয়রা তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে।
থানা অফিসার ইন চার্জ মো. গোলাম ছরোয়ার জানান, শনিবার বিকেলে উপজেলার বাকাল ইউনিয়নের আন্দারমানিক গ্রামের অজিত হালদারের স্ত্রী চিনু বাড়ৈ চা’য়ের দোকানে বসা অবস্থায় মোটরসাইকেলে আগত তিন ছিনতাইকারী তার গলার স্বর্নের চেইন ছিনতাই করে পালানোর সময় স্থানীয়রা ধাওয়া করে তিন জনকে আটক করে। আটককৃতরা হলো কালকিনি উপজেলার ভবানীপুর গ্রামের মাহাবুব খানের ছেলে আশিক খান, কালাচাঁদ খানের ছেলে সাব্বির খান ও গৌরনদী উপজেলার বাউরগাতী গ্রামের আবু তালেব শিকদারের ছেলে মাহাবুব শিকদার। স্থানীয়রা ওই দিন সন্ধ্যায় আটককৃতদের পুলিশের কাছে সোর্পদ করে। এদিকে ছিনতাইকারীদের কাছ থেকে স্বর্নের চেইন ক্রয়কারী ব্যবসায়ী ভুরঘাটা বন্দরের ইতি জুয়েলার্সের মালিক বিধান দত্তের ছেলে শিবনাথ দত্ত’কে শনিবার রাতে গ্রেফতার করেছে পুলিশ।
এঘটনায় চিনু বাড়ৈই বাদী হয়ে রবিবার সকালে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গ্রেফতারকৃতদের রবিবার বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
রবিবার , ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ || ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ২৯শে রজব, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় চার ছিনতাইকারীকে ধরে পুলিশে দিয়েছে জনতা
প্রকাশিত হয়েছে- রবিবার, ১৩ নভেম্বর, ২০২২