হারুন অর রশিদ(রিয়াদ) জলঢাকাঃ
নীলফামারী জেলা ছাত্রলীগের বৃক্ষরোপন কর্মসূচী অব্যাহত রয়েছে ।মুজিববর্ষের অঙ্গিকার নিয়ে এবং কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা শাখার সভাপতি মনিরুল হাসান শাহ আপেল ও সাধারন সম্পাদক মাসুদ সরকারের নেতৃত্বে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচী অব্যাহত রয়েছে।
সোমবার ( ১৩ই জুলাই) বিকাল ৪ টায় জলঢাকা সরকারি কলেজে বিভিন্ন ধরনের ফলজ,বনজ ও ঔষধিি গাছের চারা রোপন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নীলফামারি ৩ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াহেদ বাহাদুর , সাবেক মেয়র ইলিয়াস হোসেন বাবলু নীলফামারী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুদ সরকার, সভাপতি মনিরুল হাছান শাহ্ (আপেল), নীলফামারী জেলা ছাত্রলীগের সহ সভাপতি ও পঞ্চপুকুর ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক সোহাগ সরকার, সহ সভাপতি ইউসুপ, যুগ্ন সাধারন সম্পাদক সাহাদাত হোসেন নসীব, নাজমুল হোসেন, এস আর নয়ন, গবীন্দ রায়, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক কুশল তারফদার, উপ দপ্তর সম্পাদক মিলন ও জলঢাকা উপজেলা ছাত্রলীগের সভাপতি নলনি বিস্বাস জয়,শফিকুল গনী স্বপন, সিনিয়র সহ সভাপতি রানা হক, নূর মোহাম্মদ, সোহেল রানা,মারুফ হাছান সম্রাট চৌধুরী,মোবিন হাছান নিপ্পন চৌধুরী, খাদিমুল ইসলাম,রাজন সহ ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীগন।
উল্লেখ্যঃ নীলফামারী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে পর্যায় ক্রমে নীলফমারী জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ১৮,০০০ বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহন করা হয়েছে।