এই আকাশ এই বাতাস
দেশের কথা বলে,
সারি সারি নৌকাগুলো
নদীর বুকে চলে।
এই পাখির কিচির মিচির
করে তারা গান,
মায়ের যেন ভালবাসা
নাড়ির সাথে টান।
মাঠে মাঠে ফসল ভরা
এইতো আমার দেশ,
কত ছড়া লিখছে কবি
নেইতো তার শেষ।
শত শত ফুলও ফোটে
গাছের ডালে ডালে,
টিনের চালে বৃষ্টি পড়ে
ছন্দের তালে তালে।
এইতো আমার বাংলাদেশ
রক্ত দিয়ে কেনা,
এই দেশ আমার প্রানের সাথে
আপন করে চেনা।