শুক্রবার , ২৬শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ১১ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ - শীতকাল || ৬ই রজব, ১৪৪৭ হিজরি
ঘুড়ি – মুহাম্মদ আলম জাহাঙ্গীর
প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১১ নভেম্বর, ২০২২
রং বাহারী ঘুড়ি যখন
আকাশ পানে উড়ে,
নাটাই হতে ছাড়লে সুতো
ছোটে বহুদূরে।
বায়ুর সাথে সকল ঘুড়ির
আছে ভালোবাসা,
বায়ু ছাড়া হয় না পুরণ
ঘুড়ি উড়ার আশা।