চাটমোহর হান্ডিয়াল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক জাহিদুল ইসলাম জাহিদের পিতা বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব আব্দুল হামিদ সরকারের ৩য় মৃত্যু বার্ষিকী ও স্বরণ সভা সহ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৮নভেম্বর) বিকাল ৪ ঘটিকায় হান্ডিয়াল প্রেসক্লাব কার্যালয় হান্ডিয়াল প্রেসক্লাব প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, হান্ডিয়াল প্রেসক্লাব সিনিয়র সহ সভাপতি কে,এম আল হেলাল, মুনিয়াদিঘী কৃষি কলেজ অধ্যক্ষ মোঃ আবু শাহিন, প্রভাষক মোঃ শামীম আহমেদ, প্রভাষক মোঃ গোলজার হোসেন, মরহুম আব্দুল হামিদ সরকারের ছেলে মোঃ সাইদুর রহমান মাস্টার, হান্ডিয়াল প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মোঃ নাহিদ হাসান, ক্রীড়া সম্পাদক সাংবাদিক কে,এম, গোলাম কিবরিয়া উজ্জল, কোষাধ্যক্ষ সাংবাদিক মিজানুর রহমান, ডাঃ কোরবান আলী ও মুফতি মাওঃ মোঃ আল আমিন হোসন প্রমুখ।
উল্লেখ্য বিশিষ্ট সমাজসেবক মরহুম আলহাজ্ব আব্দুল হামিদ সরকার ও হান্ডিয়াল প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম আনিছুর রহমানের স্মৃতি চারণ করে দোয়া ও মোনাজাত করা হয়।