পাবনার ভাঙ্গুড়ায় ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০২২ উপলক্ষ্যে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। বুধবার(৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা সম্মেলন কক্ষে এই প্রেস ব্রিফিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান । এসময় তিনি গণমাধ্যমকে জানান, ‘উদ্ভাবনী জয় উল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে প্রযুক্তি বান্ধব উন্নয়নের মাধ্যমে নাগরিক জীবনকে আরও সহজ, সমৃদ্ধ, এবং স্মার্ট করে গড়ে তুলে সারা দেশের ন্যায় ভাঙ্গুড়া উপজেলায় আগামী ১৪ নভেম্বর বীর মুক্তিযোদ্ধা এম হোসেন আলী অডিটরিয়াম কাম কমিউনিটি সেন্টারে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৯টায় নির্দিষ্ট প্যাভিলনে স্ব-স্ব দপ্তরের অবস্থান গ্রহণ। বেলা ১১টায় বর্ণাঢ্য র্যালী ও শুভ উদ্বোধনী অনুষ্ঠান । দিনব্যাপি অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করণ ও মেলায় স্থাপিত সরকারি ও বেসরকারি স্টল থেকে সরাসরি ডিজিটাল সেবা প্রদান। বেলা ১১টা হতে দেড়টা পর্যন্ত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে উদ্ভাবকের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন। দুপুর ২টায় জনগণের হাতের মুঠায় সেবা পৌঁছে দেয়ার প্রক্রিয়া বিষয়ক সেমিনার ও সেবা প্রকল্প এবং স্টল নির্বাচন। বিকাল ৫টায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান।
তিনি আরও জানান, মেলায় ৪টি ক্যাটাগরিতে প্যাভিলন স্থাপন করা হবে। প্যাভিলন-১উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, প্যাভিলন-২ডিজিটাল সেবা, প্যাভিলন-৩ হাতের মুঠায় সেবা, প্যাভিলন-৪ শিক্ষা দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. বাকী বিল্লাহ, সকহারি কমিশনার(ভুমি) বিপাসা হোসাইন, ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,সরকারি হাজী জামাল উদ্দীন ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রতাপ কুমার মন্ডল, সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান গণ ,সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম রবি,ভাঙ্গুড়া টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. বদরুল আলম, ভাঙ্গুড়া জারিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন, মমতাজ মোস্তফা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. আব্দুল হাকিম, সাংবাদিক বৃন্দসহ প্রমুখ।