রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে র‌্যাবের অভিযানে ৪কেজি গাঁজা ও ৮১৫ পিস ইয়াবাসহ দুই জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে- সোমবার, ১৩ জুলাই, ২০২০

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশাল র‌্যাবের অভিযানে ৪কেজি গাঁজা ও ৮১৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার।বরিশাল র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় মহানগরীর কোতয়ালী থানার ২০নং ওয়ার্ডের বৈদ্যপাড়া এলাকার অনির্বান ক্যাডেট কলেজ সংলগ্ন ‘শিবলু বিলাস’ নামক ছয় তলা বাড়ীর নিচ তলার কেয়ারটেকারের ঘর এবং স্টোর রুম থেকে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

পাইকারি মাদক বিক্রেতা বন্দর থানার হিরন নগর কাউয়ার চর গ্রামের আমির হোসেন সরদারের মেয়ে লাকি আক্তার (২৫) এবং তার সহযোগী বাড়ীর কেয়ারটেকার ঝালকাঠি জেলার সদর থানার বিরমোহন গ্রামের আফছের হাওলাদারের ছেলে মোঃ মিন্টু হাওলাদার (৩২)কে হাতেনাতে গ্রেফতার করে। মিন্টু বর্তমানে বৈদ্যপাড়া এলাকায় বসবাস করতো।

 

গ্রেফতারকৃতদের হেফাজতে থাকা ৪কেজি গাঁজা ও ৮১৫পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র‌্যাব। গ্রেফতারকৃতদের দেয়া তথ্যমতে, লাকি আক্তার কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের বড় চালান সংগ্রহ করতো। এরপর সড়ক পথে ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে আসতো। সেখান থেকে ঢাকা-বরিশাল রুটের লঞ্চযোগে মাদকের চালান বরিশালে নিয়ে আসতো। মাদক পরিবহনের সময় আইনশৃক্সখলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়ানোর জন্য তার দুই বছরের শিশু সন্তানকে সাথে নিয়ে যেত। এমনকি মাদক পরিবহনের সময় প্রশাসনের চোখ ফাকি দিতে কখনো রাইস কুকার, কখনো পাপস, কখনো শীতলপাটি, কখনো ফলের কার্টুনের মধ্যে লুকিয়ে মাদক বহন করতো। এরপর মাদক নিজের বাসায় না রেখে শিবলু বিলাস নামক বাড়ীর কেয়ারটেকারের ঘর ও স্টোররুমে মজুদ করতো। সেখান থেকে বরিশাল বিশ্ববিদ্যালয় ও সংলগ্ন এলাকার তরুন সমাজ, রিক্সাচালক ও বিভিন্নবয়সী মাদকসেবীদের কাছে খুচরা মাদক বিক্রয় করতো।
এঘটনায় র‌্যাব বাদি হয়ে রবিবার রাত ১১টায় বরিশাল কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রয় আইনে একটি মামলা দায়ের করেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।