সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

ভার্মি কম্পোস্ট সারের সফল উদ্যোক্তা সিরাজগঞ্জের টুক্কু মুক্তার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২

সিরাজগঞ্জের কড্ডার মোড় পোড়াবাড়িতে ভার্মি কম্পোস্ট কেঁচো সার তৈরীর সফল উদ্যোক্তা সিরাজগঞ্জের টুক্কু মুক্তার।সদর উপজেলা কৃষি অফিস হতে প্রশিক্ষণ নিয়ে নিজ বাড়িতে কম্পোস্ট সার তৈরির কার্যক্রম শুরু করেন সে। এতে নিজের কাজে ব্যবহারের পাশাপাশি অন্যদের প্রয়োজনে বিক্রি করে এখন স্বাবলম্বী হয়েছেন। পোড়াবাড়ি গ্রামের আধুনিক কৃষক ও সফল উদ্যোক্তা টুক্কু মুক্তারের কেঁচো কম্পোস্ট তৈরির সাফল্যে এখন অনেকেই আগ্রহী হয়ে উঠছেন।
টুক্কু মুক্তার ১ বছর আগে সিরাজগঞ্জ সদর উপজেলা হতে হাউজিং পদ্ধতিতে কেঁচো সার তৈরির সরকারি প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সরকারি বরাদ্দে তিন টি রিং পেয়ে প্রাথমিকভাবে তার বাড়িতে শুরু করেন কেঁচো সারের খামার। প্রশিক্ষনের সফলতায় পরবর্তীতে কেঁচো সারের উপরে আবার প্রশিক্ষণ নিলে সে বারেও তাকে সরকারি বরাদ্দে ১০টি  রিং দেয়া হয়।
কিন্তু ৬ মাসে টুক্কু মুক্তারের কাছে রিং পদ্ধতিতে কেঁচো সার, ভার্মি কম্পোস্ট তৈরি ব্যয়বহুল ও বিরক্তিকর মনে হচ্ছিল।
তাই তিনি ফেসবুক গুগোল ও ইউটিউব চ্যানেলে খুজতে থাকেন অল্প খরচে কেঁচো সার,  ভার্মি কম্পোস্ট তৈরির পদ্ধতি।
অবশেষে ভিয়েতনাম পদ্ধতি খুজে পায়। উৎপাদনে স্বল্পমুল্য আর সে দেশের সহজ পদ্ধতি ফলো করে কেঁচো সার,ভার্মি কম্পোস্ট তৈরি করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। নিচে সাধারন পলিথিন মুড়িয়ে চারদিকে ইটের বেড়া দিয়ে মাঝখানে গোবর ঢেলে উপরে পাটের ছেড়া ছালা দিয়ে ঢেকে সুলভ মুল্য আর সহজ পদ্ধতিতে অতি সহজেই টনকে টন কেঁচো সার উৎপাদন করা সম্ভব। কেঁচো সারের সবচেয়ে বড় উপকরণ এতো গোবর সংগ্রহের বিষয়ে  জানান,তার নিজের খামার ও নিকটস্থ খামারিদের কাছ থেকে গরু প্রতি ১০০ টাকা মাসোহারা হিসেবে ক্রয় করে থাকেন। তিনি আরও জানান, রাসায়নিক সারের মুল্য বৃদ্ধির কারনে বেশির ভাগ ড্রাগন চাষী, বাগানি,সবজি চাষীরা অগ্রিম টাকা দিয়ে তার উৎপাদিত ভার্মিস্ট কম্পোস্ট সার কিনে থাকেন। সফল উদ্যোক্তা টুক্কু মুক্তারের কেঁচো সারের গুণাগুণ  ইতিমধ্যেই সিরাজগঞ্জ সহ বাইরের জেলা গুলোতেও ব্যাপক সাড়া জাগিয়েছে।
ভিয়েতনাম পদ্ধতি অনুসরণ করে ভার্মি কম্পোস্ট সার তৈরীতে পরামর্শ আর সহযোগীতা করেন,  বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত সদর উপজেলা কৃষি অফিসার রুস্তম আলী ও উপ সহকারী কৃষি অফিসার মেহেদি হাসান।
সম্প্রতি টুক্কু মুক্তারের আধুনিক পদ্ধতিতে গড়ে তোলা ভার্মি কম্পোস্ট কেঁচো খামার পরিদর্শন করেন, কৃ‌ষি সম্প্রসারণ অ‌ধিদপ্তর, বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মুহাম্মদ নজরুল ইসলাম,কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,সিরাজগঞ্জের উপ পরিচালক কৃষিবিদ বাবলু কুমার সুত্রধর, সিরাজগঞ্জ জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ আ,জ,ম আহসান শহীদ সরকার,
সিরাজগঞ্জ সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শমিষ্ঠা সেন গুপ্তসহ অনেকে। ভার্মি কম্পোস্ট,কেঁচো খামার পরিদর্শন করে উপস্থিত কৃষিবিদগণ সফল উদ্যোক্তা টুক্কু মুক্তারকে ধন্যবাদ সহ তাকে সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।