শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
শীত এসেছে – ইমরান খান রাজ
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ নভেম্বর, ২০২২
শীত এসেছে গ্রামগঞ্জে
শীত সবুজ মাঠে
শীত এসেছে দালানকোঠায়
শীত পুকুর ঘাটে।
শীত এসেছে নদ-নদীতে
শীত সবার গায়ে,
শীত এসেছে গাছের পাতায়
শীত মাঝির নায়ে।
শীত এসেছে হিমেল হাওয়ায়
শীত পিঠা পায়েসে,
শীতের দিন জমে উঠে
বাহারি খানার আয়েশে।