বৃহস্পতিবার , ২০শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৫ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

মহাসমাবেশের নামে মহাঅপচয়-জনদূর্ভোগ হচ্ছে : মোমিন মেহেদী

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ নভেম্বর, ২০২২
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী দুটি রাজনৈতিক দলপ্রধানের প্রতি আহবান জানিয়ে বলেছেন, লোক দেখানোর প্রতিযোগিতায় মহা সমাবেশের নামে মহাঅপচয়-জনদূর্ভোগ হচ্ছে, দ্রুত এসব বন্ধ করুন। তা না হলে জনগণ কখনোই আপনাদেরকে ক্ষমা করবে না।

৯ নভেম্বর সকাল ১০ টায় পুরানা পল্টনে ‘দুর্নীতিবিরোধী পথসভা’য় তিনি উপরোক্ত কথা বলেন। এসময় প্রেসিডিয়াম বোর্ড চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কৃষকবন্ধু আবদুল মান্নান আজাদ, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, তালেয়া আহমেদ, হুমায়ুন কবির জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।

নতুনধারার চেয়ারম্যান মোমিন মেহেদী এসময় আরো বলেন, সারাদেশে সমাবেশের নামে অর্থ অপচয় করে রাজনীতিতে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে ছাত্র-যুব-জনতার অধিকার হরণকারী রাজনৈতিক নেতৃবৃন্দ। তারা মূলত তাদের পরিবারতন্ত্রকেই প্রতিষ্ঠার প্রচেষ্টা করে যাচ্ছে, জনগণের কল্যাণ নিয়ে তাদের নূন্যতম মানসিক ইচ্ছে নেই। বর্তমানে নির্মমতার রাজনীতি এমন স্থানে এনে দাঁড় করিয়েছে যে, যদি এক পক্ষ ১ লক্ষ লোক নিয়ে সমাবেশ করে তো আরেক পক্ষ ১০ লক্ষ লোক নিয়ে সমাবেশ করার ঘোষণা দিচ্ছে কেবলমাত্র রাজনৈতিক অস্থিতিশীলতা-অর্থ অপচয় আর ক্ষমতার অপব্যবহার করার জন্য। কারণ তাদের এসব সমাবেশে সাধারণ মানুষের কোন উপকার তো হচ্ছেই না; বরং দ্রব্যমূল্য আরো বাড়ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।