সিরাজগঞ্জের তাড়াশে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। ৯ই নভেম্বর বুধবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বরে এ উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়।
মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মেজবাউল করিম। এ সময় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফকির জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আকতারুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার মনিরুজ্জামান, মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যাবস্থাপক খলিলুর রহমান প্রমুখ।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ৩০টি সরকারি, আধা সরকারী ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। পরে অতিথিবৃন্দ বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ ছাড়াও অংশগ্রহণকারী স্টলের মধ্যে উদ্ভাবনী শ্রেষ্ঠদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।