মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি

সাংবাদিককে হত্যা চেষ্টা মামলার এক মাসেও জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৯ নভেম্বর, ২০২২

দীর্ঘ এক মাস অতিবাহিত হলেও পাবনার ভাঙ্গুড়ায় প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক চলনবিলের আলোর বার্তা সম্পাদক সিরাজুল ইসলাম আপনের ওপর হামলা এবং তাকে হত্যা চেষ্টার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ভাঙ্গুড়ায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

হামলার শিকার সাংবাদিক সিরাজুল ইসলাম আপন বলেন, পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে একটি গোষ্ঠী আমাকে হত্যার পরিকল্পনা করে। এক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তির অর্থের ও ক্ষমতার বিনিময়ে কয়েক জন ক্যাডারকে পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দেন। এরই অংশ হিসেবে চলতি বছরের গত বৃহস্পতিবার (৬ অক্টোবর) সন্ধ্যায় ভাঙ্গুড়া প্রেসক্লাবে সহ কর্মীদের সাথে মিটিং শেষে রাত সাড়ে ৯ টার দিকে মোটরসাইকেলে বাসার উদ্দেশ্যে রওনা দিলে ভাঙ্গুড়া থেকে তিন কিলোমিটার দূরে নির্জন কলকতি ঘাট এলাকায় পৌঁছালে তিনটি মোটরসাইকেলে ৬ জন দুর্বৃত্ত আপনের পথরোধ করে মোটরসাইকেল থেকে নামিয়ে ব্যাপক মারধর করে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে ওই রাস্তায় চলাচলকারী একজন ভ্যানচালক তাকে দেখতে পেয়ে এলাকাবাসীদের খবর দিলে এলাকাবাসী আপনকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা মুমূর্ষ হওয়ায় তাৎক্ষণিক আপনকে পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করেন কর্তব্যরত মেডিকেল অফিসার কৌশিক খান। কয়েক দিন পাবনা সদর হাসপাতালে চিকিৎসা নেন। এর মধ্যে ভাঙ্গুড়া থানায় হামলাকারিদের প্রধান সোহেলসহ ৫জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করা হয়।

এদিকে হামলার পর পরই সন্ত্রাসী হামলার প্রতিবাদে ভাঙ্গুড়া প্রেস ক্লাব, অনলাইন প্রেস ক্লাব, রিপোর্টাস ইউনিটি ও বাংলাদেশ মফস্বল ফোরাম উপজেলা শাখা এবং স্থানীয় সকল সাংবাদিকরা ঘন্টা ব্যাপি মানববন্ধন করেন। এসময় ভাঙ্গুড়া থানা প্রশসন দ্রুততম সময়ে হামলাকারীদের গ্রেফতারের প্রতিশ্রুতি দেয়। কিন্তু আজও সে প্রতিশ্রুতি বাস্তবায়িত হয়নি।

সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, হামলাকারির দলপতি সোহেল ১ নং ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক টুকুনের ভাতিজা হওয়ায় তাকে যেন গ্রেফতার করা না হয় সেজন্য প্রভাবশালী একটি মহল পুলিশের ওপর চাপ প্রয়োগ করে। ফলে পুলিশ হামলাকারি সোহেল পলাতক আছে বলে জানায়। মামলার ৭ দিন পর সোহেল আদালত থেকে জামিন নিয়ে আসে। এতে করে অজ্ঞাতনামা আরো পাঁচজন আসামি রয়ে যায় ধরাছোঁয়ার বাইরে।

এদিকে, সাংবাদিক আপনের ওপর হামলায় জড়িতদের এতোদিনেও গ্রেফতার করতে না পারায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ ভাঙ্গুড়ায় কর্মরত সাংবাদিকরা। তারা দ্রুত হামলাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশিদুল ইসলাম জানান, এ মামলার এখনো তদন্ত চলছে। হামলাকারীদের সনাক্ত করে গ্রেফতারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।