মাসুদ রানা আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:
পাবনার আটঘরিয়া তারাপাশা গ্রামের বীর মুক্তিযোদ্ধার আজাহার আলী প্রামানিকের ছেলে আরশেদ আলী প্রাং ওরফে আশরাফ আলীর বাড়ীতে আব্দুল কাদের গং আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এঘটনায় আরশেদ আলী ন্যায় বিচার চেয়ে জেলা পুলিশ সুপার বরাবর একটি অভিযোগ করেছেন। ঘটনাটি ঘটেছে গত ৪ জুলাই রাতে তারাপাশা গ্রামে।
অভিযোগে জানা গেছে, ঘটনার দিন সন্ধায় পর আরশেদ আলী তারাপাশা বাজার আসে। এই সুযোগে আব্দুল কাদের গং ওই দিন রাতে আরশেদ আলীর বাড়ীতে আগুন দিয়ে জালিয়ে দেয়। ঘরের মধ্যে থাকা শোকেজ, আসবারপত্র চাল, প্রয়োজনীয় জিনিসপত্র, নগদ টাকা সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল পুড়ে ভূষ্মিভূত হয়।
আরশেদ আলী জানান, আমি দ্রুত বাড়ীতে এসে দেখি আমার ঘর আগুনে দাউ দাউ করে জলছে। পরে থানা পুলিশকে অবগত করলে তারা ত্রæত এসে ঘটনা স্থল পরিদর্শন করে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।