শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের হেনস্থা করা, ধর্ম নিয়ে কটাক্ষ, কল্যাণ তহবিলের অর্থ শিক্ষার্থীদের সহযোগিতায় ব্যয় না করা ও শিক্ষার্থীদের মাদক মামলায় ফাঁসানোর হুমকির প্রতিবাদে অধ্যক্ষর অপসারণের দাবি করেছেন শিক্ষার্থীরা।
মঙ্গলবার বেলা সাড়ে এগারোটার দিকে জেলার বাবুগঞ্জ উপজেলার রহমতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করে প্রায় আধাঘন্টাব্যাপী ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এলাকার সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিক্ষার্থীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এর আগে বিক্ষুব্ধরা অধ্যক্ষকে অবরুদ্ধ করে রুমে তালা ঝুলিয়ে ক্যাম্পাসে বিক্ষোভ করেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উল্লেখিত অভিযোগ এনে অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহর অপসারণসহ ছয় দফা দাবি করেন। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। অভিযোগ অস্বীকার করে অধ্যক্ষ মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, একটি বিশেষ মহলের উস্কানিতে শিক্ষার্থীরা উত্তেজিত হয়েছিলো। পরে তাদের শান্ত করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।