শুক্রবার , ১৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৯ই জিলকদ, ১৪৪৫ হিজরি

দেশের পথে টাইগাররা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ নভেম্বর, ২০২২

আরও এক হতাশার গল্প লিখে বিশ্বকাপ আসর শেষ করল বাংলাদেশ। ওঠা হয় নি সেমিফাইনালে। সেজন্য ফিরতি টিকিটের শিডিউলেও আসে নি কোন পরিবর্তন। তাই আজ রাতেই দেশের মাটিতে পা রাখছে টিম বাংলাদেশ। রাত ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে লিটন-তাসকিনরা।

স্কোয়াডের সব সদস্য দেশে ফিরলেও আপাতত আসছেন না মেহেদী মিরাজ, নুরুল হাসান সোহান। পরিবারের সাথে কিছুদিন সময় কাটিয়ে দেশে ফিরবেন এই দুই ক্রিকেটার। অন্যদিকে সিডনি হয়ে যুক্তরাষ্ট্রে নিজ পরিবারের কাছে যাবেন অধিনায়ক সাকিব আল হাসান। কোচিং স্টাফরাও নিজ নিজ দেশে ফিরবেন ছুটি কাটাতে।

১৬ অক্টোবর থেকে শুরু হওয়া এবারের আসরে বাংলাদেশ তাদের যাত্রা শুরু করে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে। মূল পর্বের এই লড়াইয়ে ২৪ অক্টোবর ডাচদের বিপক্ষে ৯ রানে জয় পায় টাইগাররা। তবে দ্বিতীয় ম্যাচেই ছন্দ হারায় দলটি। প্রোটিয়াদের বিপক্ষে ১০৪ রানের বিশাল ব্যবধানে হেরে যায় সাকিব বাহিনী।

আসরে নিজেদের তৃতীয় ম্যাচে আবারও জয়ের ধারায় ফেরে টিম টাইগার। ৩০ অক্টোবর জিম্বাবুয়ের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ৩ রানের কষ্টার্জিত জয় পায় বাংলাদেশ। দুই জয়ে শেষ চারে ওঠার সমীকরণকে সহজ করতে নিজেদের চতুর্থ ম্যাচে শক্তিশালী ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। বৃষ্টি আর হাজারো বিতর্ক জর্জরিত সেই ম্যাচে রোহিত-কোহলিদের কাছে বৃষ্টি আইনে ৫ রানে হেরে যায় আফিফ-মোসাদ্দেকরা। আবারও ভারতের কাছে নতুন করে রচিত হয় তীরে এসে তরী ডোবানোর গল্প।

ভারতের সাথে হারের দুঃসহ স্মৃতি নিয়ে পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে গতকাল দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামে সাকিবের দল। যেখানে দুই দলেরই সুযোগ ছিল শেষ চারে ওঠার। তবে টাইগার ব্যাটারদের ব্যর্থতায় পাকিস্তানের কাছে ৫ উইকেটের হার নিয়ে এবারের বিশ্বকাপ মিশন শেষ করে বাংলাদেশ।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ