সিরাজগঞ্জের সলঙ্গায় গলায় ওড়না পেচিয়ে সুমাইয়া আক্তার বেবী(১৮) নামে এক গৃহবধুর আত্মহত্যার ঘটনা ঘটেছে। রবিবার সকাল ১০টার দিকে সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের ঝাঐল গ্রামে শ্বশুর বাড়ির শোয়ার ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। মৃত বেবী একই ইউনিয়নের বেতুয়া গ্রামের জহুরুল ইসলামের মেয়ে এবং ঝাঐল গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী। সলঙ্গা থানার ওসি (তদন্ত) সবুজ রানা জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে।
সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
সলঙ্গায় গলায় ওড়না পেঁচিয়ে গৃহবধুর আত্মহত্যা
প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ নভেম্বর, ২০২২