মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোরে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িয়েছে ১০৪৮ এ।আজ যশোরে ১৭২ জনের করোনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা সনাক্ত হয়।এ পর্যন্ত যশোরে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫। সুস্থ হয়েছেন ৪শ ৯৬ জন। জেলা সিভিল সার্জন অফিসের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ডাঃ রেহেনেওয়াজ জানান,যশোরে 88 পজিটিভ ৬৪ জনের মধ্যে সদরে ৩১ জন,শার্শায় ১২ জন,মনিরামপুরে ৬ জন,ঝিকরগাছায় ৫ জন,চৌগাছায় ৪ জন,কেশবপুরে ৩ জন,অভয়নগরে ২ জন এবং বাঘারপাড়ায় ১ জন করোনা রোগী সনাক্ত হয়েছেন। এদিকে করোনা আক্রান্ত যশোরের সিভিল সার্জন ডাঃ শেখ আবু শাহীনের শারিরিক অবস্থা অপরিবর্ততউ রয়েছে।