সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজে এইচএসসি ও সমমানের পরিক্ষায় অংশগ্রহণের জন্য পরিক্ষা কেন্দ্রে এসেছে ৩২ দিনের বাচ্চা। সুজানগর মহিলা ডিগ্রী কলেজের ছাত্রী রাজিয়া সুলতানা তার ৩২ দিনের বাচ্চা সহ এইচএসসি পরীক্ষা দিতে তার দুধের বাচ্চা কে সাথে নিয়ে পরিক্ষায় অংশগ্রহণ করেন। রোববার সকালে পাবনার সুজানগরের নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রী কলেজে পরিক্ষা কেন্দ্র পরিদর্শন কালে চোখে পড়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলামের। তিনি মানবিক ভাবে অধ্যক্ষ কে বলে রাজিয়া সুলতানা কে বাচ্চা সহ আলাদা রুমে পরিক্ষার সুযোগ করে দেন এবং বাচ্চা রাখার জন্য অন্য একজনকে গার্ড হিসেবে পাশে থাকার সুযোগ করে দেয়। পরিক্ষার্থী রাজিয়া সুলতানা ইউএনও সহ কতৃপকাক্ষের এই সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালি, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আব্দুল হাননান, কেন্দ্র সচিব অধ্যক্ষ আলমগীর হোসেন ।

মঙ্গলবার , ২৩শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৮ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১লা রবিউস সানি, ১৪৪৭ হিজরি
মায়ের সাথে পরিক্ষা কেন্দ্রে দুধের বাচ্চা
প্রকাশিত হয়েছে- রবিবার, ৬ নভেম্বর, ২০২২