এক সময়ের খরস্রোতা
করতোয়া নদী,
লঞ্চ স্টিমার চলতো যেথায়
সতত নিরবধি।
বুক ভরা তার জলের সাথে
মাছ ও শুশুক নিয়ে,
একেঁ বেঁকে বয়ে গেছে
শহর গাঁয়ে দিয়ে।
দু-তীরে তার আঁচড়ে পড়তো
কত শত যে ঢেউ,
কাজের তরে নদীর ওপাশ
সাঁতরে যেতো ভাই কেউ।
যৌবনা সেই করতোয়া
এসে হালের কালে,
বর্জ্য ফেলে দখল শেষে
হইছে চিকন খালে।
আগের মতো ফিরে পেতে
করতোয়ার যৌবন,
বর্জ্য দখল রোধের সাথে
করতে হবে খনন।।