সোমবার , ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ || ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

তেলাপোকা পিষে মারায় স্বাস্থ্যঝুঁকি!

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২

বিজ্ঞান সতর্কবার্তা দিচ্ছে তেলাপোকা পা দিয়ে পিষে ফেলা মানুষের শরীরে ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়ার উদ্রেক করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলছে পিষে ফেলার পর তেলাপোকা থেকে বেড়িয়ে আসা অন্ত্রগুলো পরিবেশে কিছু ক্ষতিকারক ব্যাক্টেরিয়া ছড়িয়ে দিতে পারে।

বাড়িতে তেলাপোকা দেখার সাথে সাথে কী করেন? নিশ্চয় পায়ের তলায় পিষে মেরে ফেলতে উদ্যত হন। সাধারণত আমরা এটাই করে থাকি। কিন্তু জানেন কি এটা আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে?

বিজ্ঞান সতর্কবার্তা দিচ্ছে তেলাপোকা পা পিষে ফেলা মানুষের শরীরে ক্ষতিকারক পার্শ্বপ্রতিক্রিয়ার উদ্রেক করতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিওএইচও) বলছে পিষে ফেলার পর তেলাপোকা থেকে বেড়িয়ে আসা অন্ত্রগুলো পরিবেশে কিছু ক্ষতিকারক ব্যাক্টেরিয়া ছড়িয়ে দিতে পারে। এই ব্যাক্টেরিয়াগুলো নিঃশ্বাসের সঙ্গে দেহে চলে গেলে অ্যাজমা ও অ্যালার্জির সমস্যা সৃষ্টি করতে পারে। তাই পিষে ফেলা তেলাপোকার আশেপাশে থাকলে শ্বাস-প্রশ্বাসে সতর্ক হোন। কারণ, তেলাপোকা পিষে গেলে মানুষের দেহে স্যালমোনেলা, স্ট্রেপটোকোচি এবং স্ট্যাফিলোকোচির মতো ব্যাক্টেরিয়া জীবাণু সংক্রমণ করতে পারে। এই ব্যাক্টেরিয়াগুলো অন্ত্রে বাস করে ডায়েরিয়া, কলেরা, টাইফয়েড এবং আমাশয়সহ নানা রোগ সৃষ্টি করতে পারে।

পতঙ্গবিদ এবং কীট নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ রায়ান স্মিথ এবিসিকে বলেন, তেলাপোকার অভিযোজনক্ষমতা ‘অনেক বেশি’ এবং তাদের বেঁচে থাকার প্রবৃত্তি অনেক প্রাণির চেয়ে বেশি। তেলাপোকার শরীর খুব নমনীয় হয়। যার ফলে দেহের শক্তি পায়ে সঞ্চালন করে বিপজ্জনক পরিস্থিতি থেকে পালাতে দক্ষ এই ছয়পায়ীরা। সবকিছু বিবেচনা করে তেলাপোকা দেখামাত্র আমাদের মাথায় পা পিষে মারার ধারণা আসলেও, এটি উচিত নয়। তাহলে করণীয় কী? সমাধান হতে পারে ফিউমিগেশন ধোঁয়া)। বাড়ির যেখানেই তেলাপোকা দেখবেন, ফিউমিগেশন পদ্ধতি প্রয়োগ করবেন। এতে করে তেলাপোকা কার্যকরীভাবে মারা যাবে। তবে এক্ষেত্রে অবশ্যই ঘরের দরজা জানালা বন্ধ করে নিতে হবে। সূত্র : এমএসএন।

উপদেষ্ঠা সম্পাদক মোঃ গোলাম হাসনাইন রাসেল-০১৭১১-৪১৭৮৮০, সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

২০২৪ এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ