মো. নুর আলম গোপালপুর টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলের গোপালপুরে করোনা ভাইরাসে সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থী ঘরে বসে আছে তাই, শিক্ষার্থীদের খেলার চর্চা বজায় রাখতে ও শিক্ষার্থীরা যাতে অন্য কোন অনৈতিক কাজে জড়িত না হতে পারে সেই দিকে খেয়াল রেখে। (১২ জুলাই) বিকেলে গোপালপুর উপজেলা হলরুমে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন টাংগাইল-২ আসনের মাননীয় জাতীয় সাংসদ ছোট মনির।উপজেলার ৭টি ইউনিয়নের ১টি পৌরসভায় শিক্ষার্থীদের মধ্যে ৪০০ ফুটবল,ক্যারাম,জার্সি বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার বিকাশ বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রকৌশলী কেএম গিয়াস উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান তালুকদার আরিফ, আলম নগর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন, ছাত্রলীগের আহবায়ক শফিকুল ইসলাম শফিক, সহ সকল ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ ও যুবলীগ সহ আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।