সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এম্বুলেন্স ড্রাইভার ও পাবলিক এম্বুলেন্স চালকদের ভিতরে মারামারি ভাড়া কম বেশি নেওয়াকে কেন্দ্র করে দু পক্ষের মারামারিতে একজন আহত হয়েছেন।
সুত্রে যানা যায়, মেডিকেল কলেজ হাসপাতালের ড্রাইভার গন রোগি ভাড়া বহন নিয়ে পাবলিক এম্বুলেন্স ড্রাইভার দেরকে বলে তোমরা কম টাকায় ভাড়া নিয়ে যাও কেন, মেডিকেলের কোন রোগি নিয়ে যেতে দেব না।
তোমরা ভাড়া কম নিয়ে ভাড়া টানবে আর আমরা সেটা হতে দেব না। ভাড়া নিয়ে দু পক্ষের ক্ষোপের মুখে ভিতরে ভিতরে উত্তেজনা চলচিলো। যার ফলে সরকারি ড্রাইভাররা বিভিন্ন সময় ভাড়া বহনে বাধাগ্রস্ত করত প্রাইভেট এম্বুলেন্স ড্রাইভারদের। সরকারি হাসপাতালের ড্রাইভারদের এমন বাধার মুখে পাবলিক ড্রাইভার রা ভাড়া নিয়ে যেতে পারে না।
২ নভেম্বর পাবলিক এম্বুলেন্স ড্রাইভার পলাশ ভাড়া নিয়ে যেতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি এক পর্যায়ে দু পক্ষের উপস্থিতিে ব্যাপক মারামারি হয়।
মারামারিতে মেডিকেল কলেজ হাসপাতালের এম্বুলেন্স ড্রাইভার দের আঘাতে পাবলিক পলাশ ড্রাইভার পলাশের মাথা ফেটে মারাত্মক আহত হয়। চিকিৎসা শেষে আজ তিন নভেম্বর বেসরকারি ড্রাইভার গন গাড়ি বন্ধ রেখে আন্দোলন শুরু করে। এতে করে চরম ভোকান্তিতে পড়ে মেডিকেলে আসা রোগিরা।
মৃত দেহ বহনে ও চরম ভোগান্তি লক্ষ করা যায়। চিকিৎসা সেবা নিতে আসা রোগিরা পড়েন চরম বিপত্তিতে।
আন্দোলন বেসরকারি পাবলিক ড্রাইভার গন তাদের উপরে হামলার সঠিক বিচার না হওয়া পর্যন্ত তাদের এম্বুলেন্স বন্ধ রাখবে বলে হুসিয়ারি দেন।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ যেন বিষটি সঠিক তদন্ত করে রোগি বহনে এম্বুলেন্স সেবাই নিয়োজিত ড্রাইভার দের সমস্যা সমাধান করার জন্য দাবি জানিয়েছেন চিকিৎসা সেবা নিতে আসা রোগি সহ সাধারন মানুষ।