নাটোরের নলডাঙ্গার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নে জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বৃহস্পতিবার(৩ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টায় নশরতপুর ডাক্তারখানা মোড়ে ৫নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস সবুর সেলিম মাষ্টার এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মীর লোকমান হোসেনর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এস এম ফিরোজ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম ফকরুলউদ্দিন ফুটু,ইউনিয়ন যুবলীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জয় সহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী।