রবিবার , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

বরিশালে চোর চক্রের চার সদস্য আটক

প্রকাশিত হয়েছে- রবিবার, ১২ জুলাই, ২০২০

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
নগরীর কাউনিয়া এলাকা থেকে তিনটি মোটরসাইকেল চুরির মামলায় মোটরসাইকেল উদ্ধারসহ আন্তঃজেলা চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।এ উপলক্ষে রবিবার বেলা এগারটায় নগরীর লুৎফর রহমান রোডস্থ মেট্রোপলিটন পুলিশের (উত্তর) জোন কার্যালয়ে এক প্রেস সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার খাইরুল আলম জানান, চলতি বছরের ৫ জানুয়ারী রাতে নগরীর পশ্চিম কাউনিয়া এলাকা থেকে বাসার গেটের তালা ভেঙ্গে আফজাল হোসেন নামের এক ব্যক্তির লাল রংয়ের পৌনে দুই লাখ টাকা মূল্যের বাজাজ পালসার মোটরসাইকেল চুরি করে নিয়ে যায় অজ্ঞাতনামা চোরেরা। ২২ই জানুয়ারী ভোরে একই ওয়ার্ডের পশ্চিম কাউনিয়া হাজেরা খাতুন সড়কের জনৈকি লাবু খানের তিন লক্ষাধিক টাকা মূল্যের একটি মোটরসাইকেল চুরি হয়। ২১ জুন ভোরে কাউনিয়া এলাকার ঈষিক সমাদ্দারের এক লাখ লক্ষ ৮০ হাজার টাকার মূল্যের একটি মোটরসাইকেল চুরি হয়। এঘটনায় পৃথকভাবে তিনটি মামলা দায়ের করেন মোটরসাইকেল মালিকেরা।

 

পরবর্তীতে মোটরসাইকেল উদ্ধার ও চোরচক্রকে গ্রেফতারে মেট্রাপলিটন পুলিশের উপ-কমিশনার (ডিসি) খাইরুল আলমের নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার আব্দুল হালিম, ওসি আজিমুল করিমসহ বিভিন্ন থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তারা একাধিক টিমে ভাগ হয়ে পরিকল্পনা করে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার ও চোরচক্রকে গ্রেফতারে অভিযানে নামেন। ১০ জুলাই রাতে পুলিশ পরিদর্শক (অপারেশন) হিরন্ময় সরকারের নেতৃত্বে নগরীর কাউনিয়া থানার পুরানপাড়া এলাকা থেকে পলাশপুরের ইসলাম নগরের মন্টু হাওলাদারে পুত্র জসিম উদ্দিনকে গ্রেফতার করে। একপর্যায়ে পুলিশের জিজ্ঞাসাবাদে জসিম উদ্দিন জানায় কাউনিয়া এলাকা থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল কালা রাজু ও অহিদ নামের দুইজন খুলনা নিয়ে গেছে এবং গাড়িটি খুলনার তেরখাদা থানার সুজন নামের একজনের কাছে রক্ষিত আছে।

 

সেই তথ্যের ভিত্তিতে ১১ জুলাই দুপুরে সুজন বৌদ্ধকে গ্রেফতার করা হয়। জসিম ও সুজনকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে গোপালগঞ্জের হরিদাসপুর এলাকা থেকে চোরচক্রের সদস্য মাসুদ রানা ও শ্রাবন সরদারকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া তিনটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।