মঙ্গলবার , ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

নলডাঙ্গায় নানান কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় যুব দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১ নভেম্বর, ২০২২
❝ প্রশিক্ষিত যুব,উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ❞ এই প্রতিপ্রাদ নিয়ে নাটোরের নলডাঙ্গায় জাতীয় যুব দিবস-২০২২ উপলক্ষে
 র‍্যালী,আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
মঙ্গলবার(১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আকতার এর সভাপতিত্বে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পয্যায়ের সকল সরকারি কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ।
পরে, হরিদা খলসী যুব সংঘ (সামাজিক,সেচ্ছাসেবী ও সেচ্ছায় রক্তদান সংগঠন) এর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালী বাহির হয়ে বিভিন্ন সড়ক ঘুরে এসে পরিষদ চত্বরে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পরিষদ চত্বরে বৃক্ষ রোপণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আকতার। 
হরিদা খলসী যুব সংঘ সংগঠনের সভাপতি জামিল হায়দার জনি’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান শিরিনা আক্তার, ভাইস চেয়ারম্যান আব্দুল আলিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ শাখের, উপজেলা ইউডিএফ অফিসার আছাফুল ইসলাম, নলডাঙ্গা বিএম কলেজের প্রভাষক ও কমিশনার মাহামুদুর হাসান মুক্তা সহ প্রমূখ।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।