কমিউনিটি পুলিশিংয়ের মুলমন্ত্র,শান্তি শৃঙ্খলা সর্বত্র,এই স্লোগান সামনে রেখে,সিরাজগঞ্জের বেলকুচিতে নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে কমিউনিটি পুলিশিং ডে শনিবার (২৯ অক্টোবর)সকালে থানা চত্বরে বেলকুচি থানা কমিউনিটি পুলিশিং ফোরামের আয়োজনে পালিত হয়। আলোচনা সভায় সভাপতিত্বে করেন, বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ ৫ (বেলকুচি চৌহালী) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি, আলহাজ্ব আব্দুল মমিন মন্ডল এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম সাজেদুল, পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেগম আশানুর বিশ্বাস,অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিক আহাম্মেদ, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
বেলকুচিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত
প্রকাশিত হয়েছে- রবিবার, ৩০ অক্টোবর, ২০২২