সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

তাড়াশ উপজেলায় বেড়েছে মুরগি-পাঙ্গাস, চালের দাম ও সবজির দাম

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২
আজ শুক্রবার ২৮ শে (অক্টোবর) ২০২২ ইং তাড়াশ উপজেলায়  মান্নান নগর বাজার ঘুরে এই চিত্র দেখা গেছে।
দুই সপ্তাহ আগেও বাজারে খোলা চিনি কেজিপ্রতি বিক্রি হয় ৯০ টাকায়। কিছু দিনের ব্যবধানে দাম বেড়ে খোলা চিনি বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকা কেজি।
ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৩৫ টাকা বেড়েছে। মান্নান নগর বাজারের ব্যবসায়ী মো. মহাসিন ও দরদ হোসেন বলেন, আজ ব্রয়লার মুরগি ১৭০-১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগি ৩১৫ থেকে ৩২০ টাকা। ওপর দিকে পাঙ্গাস ব‍্যবসিক মোঃ আলাল,শাহিন,ও মান্নান বলেন আজ আমরা পাঙ্গাস বিক্রি করছি ১৫০ থেকে ১৬০ টাকা কেজি।
সপ্তাহের ব্যবধানে বাজারে প্রতিটি সবজির দাম কেজিতে ৫-১৫ টাকা বেড়েছে।  কালো বেগুন (গোল) ৫০ থেকে ৬০ টাকা, সাদা বেগুন (গোল)৪০ থেকে  ৫০ টাকা, লম্বা বেগুন ৫০ থেকে ৬০ টাকা, শসা ৫০ থেকে ৬০ টাকা, করলা ৫০ থেকে  ৬০ টাকা, ঝিঙা ৪০ থেকে  ৫০ টাকা, বরবটি ৪০ থেকে  ৫০ টাকা, সাদা মুলা ৫০  থেকে ৫৫ টাকা, পটল, ঢেঁড়স ও চিচিঙ্গা ৫৫ থেকে ৬৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ছোট ফুলকপি ও বাঁধাকপি প্রতিটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা করে। শিম ৯০ থেক ১০০ টাকা, কাঁচা পেঁপে ৩০ থেকে ৪০ টাকা কেজি দামে বিক্রি হচ্ছে। চালকুমড়া প্রতিটি ৩০ থেকে ৪০ টাকা, লাউ আকার ভেদে প্রতিটা ৫০ থেকে  ৫০ টাকা, মিষ্টি কুমড়া কেজি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।
মান্নান নগর বাজার ঘুরে আসা মোঃ বাংলা হোসেন ও তোফায়েলর সাথে কথা  বলে জানা যায়, বাজারে সব পণ্যের দাম বেশি। ব্রয়লার মুরগির দাম বেড়েছে। সরকারের উচিত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।
এদি চালের দোকানে চাল বিক্রি হচ্ছে ৫০ কেজির ব্রি-২৯ বস্তা প্রতি বিক্রি হয় ২৭৫০-৩০০০ টাকায়, চিকন চাল (মিনিকেট) বস্তা বিক্রি হচ্ছে ৩৫০০ থেকে ৩৭৫০ টাকায় এবং নাজিরশাইল বস্তা বিক্রি হয় ৩৬০০-৪০০০ টাকায়। অপর দিকে আটার দাম হয়েছে ৫২ থেকে ৫৪ টাকা কেজি।
মান্নান নগর বাজারের দোকানদার মহসিন বলেন, গত সপ্তাহে পাইকারি বাজারে সব ধরনের চালের দাম বস্তাপ্রতি ১০০ টাকা কমেছে। এ সপ্তাহে আগের দামে চাল বিক্রি করতেছি।  মোটা চাল ব্রি-২৯ ৫৫-৬০ টাকা কেজি, মিনিকেট ৭৩-৭৫ টাকা কেজি ও নাজিরশাইল ৭৮-৮২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। মান্নান নগর বাজারের বাজার করতে আসা মোঃ নুরইসলামকে জিঙ্গাসা করলে তিনি জানান বাংলাদেশের মধ‍্যে সব চেয়ে নিত্য পন‍্যের দাম বেশি ধরে মান্নান নগর বাজারের বিক্রেতারা এদের বিরুদ্ধে প্রশাসনিক ব‍্যবস্থা নেওয়া দরকার।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।