হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান
একই স্রষ্টার সৃষ্টি এই প্রাণ
এই দেশেতে আছি বেশ,
হাতে হাত যে রাখি সবে
মিলে মিশে চলি ভবে
থাকবেনা আর হিংসার লেশ।
ঝগড়া-ঝাটি বিভেদ ভুলি
মাতৃ-ভাষায় গল্পের ঝুলি
মোরা সদা বলে যাই,
আলাদা নই আমরা কেহ
হতে পারে ভিন্ন দেহ
একই সুতোয় বাঁধা ভাই।
মাথার উপর একই আকাশ
একটি বৃত্তে মোদের যে বাস
কেন বলো এত রাগ,
ফুল বাগিচার একটি যে ফুল
তবুও কি ভাই ভাঙেনি ভুল
মুছে ফেলো নোংরা দাগ।