যশোরের অভয়নগনগর উপজেলার ৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা উত্তোলন করে নিয়েচে হ্যাকাররা। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা হ্যাকাররা বিকাশ, ডার্চ বাংলা, নগদ এর মাধ্যমে উত্তোলন করে নিচ্ছে। যে কারণে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা সরকার প্রদত্ত উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হচ্ছে। এ সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা হ্যাক করা মোবাইল নম্বরেরর বিরুদ্ধে অভয়নগর থানায় সাধারণ ডায়েরি করেছে। উপজেলা মাধ্যমিক অফিস সূত্রে আরো জানা যায়, আল হেলাল ইসলামী একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা ০১৫১৬০০৪৩৮২ (নগদ) ০১৭০৪৪০৮০১৪ (বিকাশ) ০১৭৩৪১৬৩৬৭১৯ (রকেট) ০১৯৩০৯৪৯৯৯৪০ (রকেট) নাম্বারের মাধ্যমে, আহম্মদ আলী সরকার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা ০১৭০৪৪০৭৭১৭৩ (রকেট), ০১৯৩০৯৪৯৯৯৪০ (রকেট) নাম্বারের মাধ্যমে, নওয়াপাড়া পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা ০১৫১৬০০৪৩৮২ নগদ, ০১৯৩০৯৪৯৯৯৪০ রকেট এর মাধ্যমে, বর্ণী বিছালী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা ০১৭৪০৮৪২২৫৭ বিকাশ নাম্বারের এর মাধ্যমে, বাশুয়াড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষাথীদের টাকা ০১৭৪০৮৪২২৫৭ বিকাশ নাম্বারের মাধ্যমে, ভাটপাড়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের টাকা ০১৭৪০৮৪২২৫৭ বিকাশ নাম্বারের মাধ্যমে, মহাকাল পাইলট স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের টাকা ০১৬৩১৮৪৬৪৩৫ বিকাশ নাম্বারের মাধ্যমে টাকা উত্তোলন করে নিয়েছে। আল-হেলাল ইসলামী একাডেমী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সানিয়া খাতুনের মা বলেন, আমাদের অভাবের সংসার মেয়ের লেখা-পড়ার খরচ যোগাতে আমাদের অনেক কষ্ট হয়। সরকার কিছু টাকা দিত সেই টাকা দিয়ে মেয়ের খাতা-কলমসহ অন্যান্য খরচ করতে পারতাম কিন্তু বর্তমান হ্যাকাররা আমার মেয়ের উপবৃত্তির টাকা উত্তোলন করে নিচ্ছে। এব্যাপারে এ স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, যে সমস্ত নম্বর দিয়ে টাকা উত্তোলন করে নিয়েছে ওই নম্বরের বিরুদ্ধে আমরা জিডি করেছি।
এব্যাপারে অভয়নগর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা কল্যাণ ট্রাস্ট সমন্বিত উপবৃত্তি সেল থেকে এ সকল নাম্বারের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে সাধারণ ডায়রি করতে বলেছেন। এব্যাপারে মণিরামপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বলেন, সরকার যে নির্দেশ দিয়েছে সে অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এব্যাপারে যশোর জেলা শিক্ষা অফিসার গোলাম আজম বলেন, হ্যাকাররা যে টাকা উত্তোলন করে নিয়েছে সে টাকা অবশ্যই শিক্ষার্থীরা ফেরত পাবে।