শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
মায়াময়ী – শাহিনুর রহমান সাহিন
প্রকাশিত হয়েছে- রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
অপরুপ মায়াময়ি
লাবণ্য মেয়ে তুমি।
খোদার সৃষ্টি
ভূ-পৃষ্ঠে দৃষ্টি,
আহা কি দারুন!
হেরিতে গিয়ে
নিজেরে হারাই,
বিভোর মোহে খুজে পাই
তুমি কি সেই?
যারে বহুকাল ধরে
খুজিয়া বেড়াই!!