আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বৈশ্বিক মহামারী করোনা সংক্রমনের কারনে কর্মহীন দুঃস্থ পরিবারদের মাঝে বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা কারিতাসের উদ্যোগে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ও চাঁদশী ইউনিয়নের ৩৬টি দুঃস্থ পরিবারের মাঝে ২২৫০ টাকা করে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
রবিবার সকালে মাহিলাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার প্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন কারিতাসের আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারী, উপজেলা এনজিও সমš^য় পরিষদের সভাপতি প্রেমানন্দ ঘরামী। এসময় কারিতাস বরিশাল অঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।