বৃহস্পতিবার , ৬ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২১শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

হে হেমন্ত তোমায় সুস্বাগতম – মুন্না হুসাইন

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
শীতের পূর্বাভাস নিয়ে আসল ছয় ঋতুর চতুর্থ ঋতু হেমন্ত। কার্তিক ও অগ্রহায়ন মাস নিয়ে গঠিত এ ঋতুটি নানা কারণে আমাদের মনকে করে আন্দোলিত। নবান্ন উৎসব এ ঋতুতে যোগ করে ভিন্ন মাত্রা।
কার্তিকের পরিপক্ক ধান অগ্রহায়নে কাটা হয়। তাই ধান কাটার ঋতু হেমন্ত। ফসল ঘরে তোলার ঋতু হেমন্ত। আমন ধান কাটার পর বাড়িতে বাড়িতে নতুন ধানের চালের পিঠা পায়েস তৈরীর ধুম পরে এ ঋতুতে। শ^শুর বাড়ির কাজ শেষে মেয়েরা জামাইসহ আসে “নাইওরে”। জলবায়ুর পরিবর্তনের প্রভাবে হেমন্ত ঋতু প্রকৃতি থেকে প্রায় হারিয়ে যাওয়ার উপক্রম হলেও এখনো এ ঋতুতে দেশীয় নৃত্য, গান বাজনা, বাঙালীপনায় মাতে গ্রামের মানুষ।
এ ঋতুতে কেবল কৃষক নয় কৃষি সংশ্লিষ্ট শ্রমিকেরা কাজের সুযোগ পান। বিনিময়ে আহার জোটে তাদেরও। চাকা নির্ভর এক শ্রেণীর মানুষ গরু, মহিষ, ঘোড়ার গাড়িতে, লসিমন, করিমন, ভ্যান যোগে মাঠ থেকে কৃষকের ধান বয়ে বাড়িতে পৌছে দেবার কাজ করেন। তারা ও অপেক্ষায় থাকেন হেমন্ত আসার। এ কাজ করে তারাও আয় করেন অর্থ। শুধু তাই নয় ধান কুড়াণীরা হেমন্তকে বরণ করে সাদরে। কেননা, এসময় মাঠে মাঠে ধান কুড়িয়ে তারা ব্যবস্থা করেন কয়েক মাসের অন্নের।
কামিনী, শিউলী, ছাতিম, মল্লিকা,গন্ধরাজসহ হরেক রকম ফুল এ ঋতুতে ফুটে থাকে। সুফিয়া কামাল তার হেমন্ত কবিতায় লিখেছেন, সবুজ পাতার খামের ভেতর/হলুদ গাাঁদা চিঠি লেখে/ কোন্ পাথারের ওপার থেকে/আনল ডেকে হেমন্তকে। আবার হেমন্তকে নিয়ে রবি ঠাকুরের লেখা হিমের রাতে ওই গগনের দীপগুলিরে, হেমন্তিকা করল গোপন আঁচল ঘিরে। ঘরে ঘরে ডাক পাঠালো ‘দীপালিকায় জ¦ালাও আলো, জ¦ালাও আলো, আপন আলো, সাজাও আলোর ধরিত্রীরে’। এ ছাড়া আরো অনেক কবি সাহিত্যিকেরা হেমন্তের শান্ত প্রকৃতিকে, হেমন্তের ফুল ফল ফসলকে যে ভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন তাতে হেমন্তকে মনে রাখতেই হয়।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।