বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ বাউফলের এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যবসায়ির বিরুদ্ধে মামলা দিয়ে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
থানার ওসি (তদন্ত) মো. মাজহারুল আসলাম জানান, ইয়াবা কেনা বেচার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকেলে এসআই মিল্টন মন্ডল সঙ্গিয় ফোর্স নিয়ে আগৈলঝাড়া-গৌরনদী আঞ্চলিক মহাসড়কের নীমতলা বাসষ্ট্যান্ডে হালিমা মেডিকেল হলের সামনে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর সময় ১৪০পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়িকে আটক করে। আটককৃত ব্যবসায়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলার বট কাজল গ্রামের ৩নং ওয়ার্ডের মৃত আওয়াল তালুকদারের ছেলে মো. ওবায়দুল(৩৮)।
মাদক উদ্ধারের ঘটনায় বুধবার রাতেই এসআই মিল্টন মন্ডল বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মাদক ব্যবসায়ি ওবায়দুলের বিরুদ্ধে মামলা দায়ের করে, নং-৪ (১৯.১০.২২)। গ্রেফতারকৃত মাদক ব্যসায়ি ওবায়দুলকে বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
শনিবার , ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১লা জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি
আগৈলঝাড়ায় ৪শ পিচ ইয়াবাসহ বাউফলের ওবায়দুল গ্রেফতার
প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২