সোমবার , ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

রায়গঞ্জে মেলার নামে লটারি জুয়ার বাণিজ্য

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

সিরাজগঞ্জ জেলাধীন রায়গঞ্জের নিমগাছিতে চলমান মাসব্যাপী মেলার নামে লটারি জুয়ার বাণিজ্য চলার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন লাখ লাখ মানুষ।

গত কয়েক দিন ধরে ঐ এলাকার কড়িতলাতে মাসব্যাপী বস্ত্র ও তাঁত মেলার আয়োজন করা হয়েছে। আয়োজক ঐ এলাকার একটি প্রভাবশালী চক্র। প্রচলিত আইন অমান্য করে মেলার নামেই সেখানে চালানো হচ্ছে জমজমাট লটারি জুয়া/বাণিজ্য।
প্রতিদিন প্রচার ও টিকিট বিক্রির জন্য ১৫০টি গাড়িও ব্যবহার করা হচ্ছে। পূরষ্কার দেয়া হচ্ছে মটরসাইকেলসহ বিভিন্ন পণ্য। প্রতিটি টিকিটের মূল্য ধরা হয়েছে ২০ টাকা। এমনকি ডিশ লাইনেও এ ঘটনা গুলো প্রচার করা হচ্ছে।

পূরষ্কারের লোভে টিকিট কেটে চরম আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছেন রায়গঞ্জ, তাড়াশ, উল্লাপাড়া, কামারখোন্দ ও সিরাজগঞ্জ সদরসহ আশ পাশের উপজেলার লাখ লাখ মানুষ। আর লাভবান হচ্ছে ঐ প্রভালশালী চক্র।

এ কারণে বেড়ে যাচ্ছে সামাজিক অশান্তিসহ অনেক অপরাধ। এলাকাবাসির দাবি মেলার নামে ঐ লটারি জুয়া/বাণিজ্য বন্ধ করা হোক। এলাকাবাসি ও বিভিন্ন সূত্রে এ সকল তথ্য জানা গেছে।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।