শুক্রবার , ৭ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ - হেমন্তকাল || ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

স্বাধীনতা তোমার অপেক্ষায় – আল শিমুল বালা

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ অক্টোবর, ২০২২
স্বাধীনতা তোমার অপেক্ষায় থাকতে থাকতে, হারাতে হলো কতগুলি প্রাণ।
 কবে হবে স্বাধীনতা কবে গাইবো জয়বাংলার গান।
এই লাল সবুজের পতাকা মুক্তিযুদ্ধাদের অবদান।
এই স্বাধীনতার আরেক নাম শেখ মুজিবুর রহমান।
স্বাধীনতা আসার আগেই হারালো অবুঝ শিশুটি তার বাবাকে।
স্বাধীনতা তুমি আসার আগেই খালি হলো কত মায়ের কোল।
স্বাধীনতাকে পিরিয়ে আনতে লাগলো নয়টি মাস।
স্বাধীনতা আসবে বলে বলে ক্ষয় হলো এক সাগর রক্ত।
স্বাধীনতার অপেক্ষায় থাকতে থাকতে দেখতে হলো চোখের সামনে রক্তাক্ত লাশ।
তবুও সেদিন ছিলো মানুষ স্বাধীনতার অপেক্ষায়।
স্বাধীনতার জন‌্য রাস্তার ওপারে কান্না করলো সাদা কাপড় পড়া এক মহিলা।
স্বাধীনতার জন‌্য সেদিন জেগে উঠেছিলো ঝাক বাঁধা ছাত্র সেনা।
হে স্বাধীনতা তুমার অপেক্ষায় থাকতে থাকতে মুছে ফেলতে হলো কত নব বধুর সিঁদুর।
স্বাধীনতা আসবে বলেই একটি কুকুর আর্তনাত করলো বাড়ির পিছুতে।
স্বাধীনতার অপেক্ষায় থাকতে থাকতে হারাতে হলো কতো মায়ের ইজ্জত।
সেদিনও মানুষ নামে কিছু অমানুষ বাংঙ্গালি হয়েও বাংলার বিরুদ্ধে যায়।
স্বাধীনতাকে আনার জন‌্য ঝাপিয়ে পড়ে মুক্তিসেনার দল
সেদিন বাংলার বিরুদ্ধে ছিলো রাজাকারের দল।
তবুও সেদিন গর্জন করে মুক্তিসেনার দল।
অবেশেষে জয় হয়েছে সোনার বাংলার জয়।
স্বাধীনতার অপেক্ষায় থাকতে থাকতে কেউ সেদিন নিরাশ হয়নি।
স্বাধীনতা তোমার অপেক্ষায় থাকতে থাকতে একটি কুকুর বেদনায় আদনাত ছিলো।

সম্পাদক ও প্রকাশক মোঃ রফিকুল ইসলাম রনি-০১৭১৩-৫৮২৪০৬, নির্বাহী সম্পাদক মোঃ রায়হান আলী-০১৭৫১-১৫৫৪৫৫, বার্তা সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম আপন-০১৭৪০-৩২১৬৮১। বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ মেছের উদ্দিন সুপার মার্কেট ভবন, হান্ডিয়াল বাজার, চাটমোহর, পাবনা থেকে প্রকাশিত। ঢাকা অফিসঃ তুষারধারা, আর/এ, সেক্টর ১১, রোড নং ০৭, যাত্রাবাড়ী, ঢাকা-১৩৬২। বার্তা কার্যালয়ঃ অষ্টমনিষা বাজার, ভাঙ্গুড়া, পাবনা। প্রকাশক কর্তৃক সজল আর্ট প্রেস, রূপকথা গলি, পাবনা থেকে মুদ্রিত। মোবাইল নম্বর-০১৭৪৯-০২২৯২২,ই-মেইল- newscbalo@gmail.com / editorcbalo@gmail.com / www.chalonbileralo.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ ©2017-2025 (এটি গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকার অনুমোদিত সাপ্তাহিক চলনবিলের আলো পত্রিকার অনলাইন সংস্করণ) অনলাইন নিবন্ধন আবেদনকৃত। আবেদন নম্বর- ২১৮৮।