ময়মনসিংহের নান্দাইল উপজেলার বীরবেতাগৈর ইউনিয়নের বীরকামটখালী গ্রামে বুধবার (১৯ অক্টোবর) অটো রিকশার ধাক্কায় মিশফাতুল জান্নাত (৮) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত জান্নাত উপজেলার খারুয়া ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগ নেতা শহিদুল ইসলাম নয়নের মেয়ে। স্থানীয়রা জানান, জান্নাত বীরকামটখালী গ্রামের মারফত আলীর মেয়ে ঘরের নাতনী। সে নানার বাড়িতে থেকে স্থানীয় একটি মহিলা কওমী মাদ্রাসায় পড়াশুনা করতো। আজ সকালে মাদ্রাসা থেকে বাড়িতে এসে জামা কাপড় খোলে রাস্তায় বের হতেই একটি দ্রæতগামী অটো রিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জান্নাত মৃত্যুবরণ করে। এ বিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান আকন্দ জানান, মৃত জান্নাতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

শনিবার , ৬ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ || ২২শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ - শরৎকাল || ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৭ হিজরি
নান্দাইল ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে- বুধবার, ১৯ অক্টোবর, ২০২২